Description
এ বইতে জান্নাত ও জাহান্নামের তুলনামূলক আলোচনা করা হয়েছে। জান্নাতের অফুরন্ত নিয়ামত কেউ লাভ করলে সে মহাসফল্য অর্জন করল, আর জাহান্নামের আযাব কাউকে দেয়া হলে সে বড়ই ক্ষতিগ্রস্ত হবে। এতে পঁচিশটি পরিচ্ছেদে জান্নাতের ও জাহান্নামের যাবতীয় বিষয় তুলে ধরা হয়েছে।
Word documents
ডাউনলোড
অন্যান্য অনুবাদ 2
ভাষাসমূহে ইসলাম ও ইসলামের শিক্ষার পরিচয় দেওয়ার জন্য নির্বাচিত বিষয়সমূহের একটি ইলেকট্রনিক বিশ্বকোষ।