×
New!

Bayan Al Islam Encyclopedia Mobile Application

Get it now!

设置: মুহাম্মদ বায়েযীদ মুহাম্মদ মুসলেম উদ্দীন

রমযান মাসে উমরা পালন: ফযীলত ও তার বিধি-বিধান (বাংলা)

উক্ত ভিডিও বক্তব্যটিতে রমযান মাসে উমরা পালন ও তার বিধিবিধান সম্পর্কে আলোচনা করা হয়েছে এবং রামাদানে উমরা পালনে বিশেষ ফযিলতের কথা উল্লেখ করা হয়েছে যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: “রমযান মাসে উমরা পালন হজের সমপরিমাণ সাওয়াব।” অন্য হাদীসে তিনি বলেন: “যে রমযান মাসে উমরা পালন করল সে যেন আমার সাথে হজ করল।” এসব ফযীলত বর্ণনার পর উমরার রুকন ও ওয়াজিবসহ অন্যান্য আহকাম এবং ধারাবাহিকভাবে উমরাহ পালনের সঠিক পদ্ধতি পেশ করা হয়েছে।

Play
معلومات المادة باللغة العربية