Description
হজ্জের নিয়মকানুন সমূহ: বাংলা ভাষায় চিত্রিত পোস্টারটি ফাযিলাতুশ শাইখ ডক্টর হাইসাম সারহান কর্তৃক প্রণয়নকৃত। তিনি এখানে একজন হাজী সাহেবের প্রয়োজনীয় যাবতীয় কাজগুলি পর্যায়ক্রমে, সুন্দরভাবে, সংক্ষিপ্ত আকারে, স্পষ্ট ছবি ও বিভিন্ন চিত্রের মাধ্যমে বর্ণনা করেছেন, যেন তিনি এই গুরুত্বপূর্ণ ফরজ ইবাদাতটি নবী মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কর্তৃক বর্ণিত পন্থায় আদায় করতে পারেন, কেননা তিনি বলেছেন "তোমরা আমার থেকে হজ্জের নিয়মকানুন সমূহ গ্রহণ করে নাও।"
ఇతర అనువాదాలు 15