Al-wasf (Description)
প্রতিটি মানুষের কর্তব্য তার রবের পরিচয় জানা। যে কেউ মারা গেলে তাকে কবরে শোয়ানোর পর তার দেহে প্রাণ ফিরিয়ে দেয়া হবে। তারপর তার কাছে দুজন ফেরেশতা এসবেন। তাঁরা তাকে বসিয়ে জিজ্ঞেস করবেন তার রব কে? এ দীর্ঘ প্রবন্ধে রবের পরিচয় বিস্তারিত তুলে ধরা হয়েছে।
Word documents
ডাউনলোড
ভাষাসমূহে ইসলাম ও ইসলামের শিক্ষার পরিচয় দেওয়ার জন্য নির্বাচিত বিষয়সমূহের একটি ইলেকট্রনিক বিশ্বকোষ।