Description
আল-কুরআন ও সহীহ সুন্নাহ ভিত্তিক বিশুদ্ধ ‘আমল ছাড়া অন্য কিছু আল্লাহর নিকট গৃহীত হবে না; আর বিশুদ্ধ ‘আমলের অপরিহার্য পূর্বশর্ত ‘আকীদাহ্ সংশোধন করা। বাংলাদেশসহ ভারতীয় উপমহাদেশের মুসলমানগণ ভ্রান্ত ‘আকীদাহ্ পোষণ করার কারণে তাদের ঈমানী অস্তিত্ব হুমকির মুখে নিপতিত হয়েছে। তাই বিভ্রান্ত মুসলিম উম্মাহকে সঠিক পথের দিশা দিতে উক্ত বইটির অবতারণা।
Word documents
ডাউনলোড
ভাষাসমূহে ইসলাম ও ইসলামের শিক্ষার পরিচয় দেওয়ার জন্য নির্বাচিত বিষয়সমূহের একটি ইলেকট্রনিক বিশ্বকোষ।