Description
এ গ্রন্থে শাইখ মুকবিল ইবন হাদী আল-ওয়াদে‘য়ী সহীহ হাদীসে আগত মুহাম্মাদ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামের নবুওয়তের প্রমাণসমূহ একত্র করেছেন এবং সুবিন্যস্ত করেছেন। সাথে সাথে তিনি নবীদের অলৌককতা এবং অন্যান্যদের অলৌকিক কর্মকাণ্ডের মধ্যে পার্থক্য তুলে ধরেছেন। বিশেষ করে এখানে আহলে সুন্নাত ওয়াল জামা‘আত এবং মু‘তাযিলা, আশায়েরা ও মাতুরিদিয়াদের মধ্যকার পার্থক্য তুলে ধরেছেন। বিদ‘আতীদের বিবিধ সন্দেহের অপনোদনও তিনি করেছেন।
Word documents
የተላኩ ፋይሎች
ሌሎች ትሩጓሜዎች 2
ኢስላምን በተለያዩ ቋንቋዎች የሚያስተምርና በተመረጡ ይዘቶች የሚያስተዋውቅ ኤሌክትሮኒካዊ አውደ ጥበብ (ኢንሳይክሎፔዲያ)